ওভারভিউ
অনিরাপদ ব্যক্তিগত ঋন (ইউপিএল) হল একটি মেয়াদী ঋন সুবিধা যা ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগ কর্তৃক বিভিন্ন বেতনভোগী ব্যক্তিদের দেওয়া হয় তাদের ব্যক্তিগত প্রয়োজন মেটাতে এবং মোটামুটি সব ব্যাংকেই এই ধরনের কার্যক্রম রয়েছে। এটিকে Any Purpose Loan বা বাংলায় “যেকোন উদ্দেশ্য ঋন”ও বলা হয়। যাইহোক, আবেদনকারীকে ঋন আবেদনে স্পষ্টভাবে ঋণের উদ্দেশ্য উল্লেখ করতে হবে।
ভোক্তা গ্রুপঃ
যে কোন বাংলাদেশী ব্যক্তি যার ব্যাংক ঋন পরিশোধ করার ক্ষমতা এবং সুযোগ আছে। নির্দিষ্ট করে বলতে গেলে, এরা হতে পারে বহুজাতিক কোম্পানি এবং মাঝারি থেকে বড় আকারের স্থানীয় কর্পোরেট, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারী কর্মকর্তা, স্বনামধন্য এনজিও (বেসরকারি সংস্থা), আন্তর্জাতিক সাহায্য সংস্থা এবং জাতিসংঘের সংস্থায় কর্মরত কর্মকর্তা, যাদের আয়ের নির্ভরযোগ্য উৎস রয়েছে।
যোগ্যতাঃ
ঋণের বিশিষ্টসমূহঃ
চার্জ এবং ফি সমূহঃ