ওভারভিউ
সিনিয়র সিটিজেন সাপোর্ট হল দেশের বয়স্ত লোকদের আর্থিক প্রয়োজনীয়তা পূরণের জন্য মাসিক নির্দিষ্ট আয় (ভাড়া, পেনশন, সুদের আয় ইত্যাদি) থেকে একটি অনিরাপদ ব্যক্তিগত ঋন স্কিম। যে কোনো বাংলাদেশী নাগরিক যিনি এই ঋণের জন্য আবেদনকারী অংশের যোগ্য এবং ঋন পরিশোধ করার ক্ষমতা আছে এমন ব্যক্তিগণ আবেদন করতে পারবেন।
ভোক্তা গ্রুপঃ
- যে কোন বাংলাদেশী বয়ঃবৃদ্ধ ব্যক্তি যার ব্যাংক ঋন পরিশোধ করার উপায় এবং ক্ষমতা আছে। সুনির্দিষ্ট ভাবে, ঐসব সিনিয়র সিটিজেনই যোগ্য হতে পারেন যারা অবসরপ্রাপ্ত প্রায় ষাটোর্ধ ব্যক্তিরা যাদের পেনশন সুবিধা বা ভাড়া বা বন্ডের সুদের আয় রয়েছে এবং শহরে যেখানে ব্যাংকের কার্যক্রম রয়েছে।
যোগ্যতাঃ
- বয়স সীমাঃ সর্বনিম্ন ৫৭ বছর থেকে সর্বোচ্চ ৬৫ বছর (ঋন মেয়াদউত্তির্নের আগ) পর্যন্ত হতে হবে।
- সর্বনিম্ন আয় প্রতিমাসে ১২,০০০ টাকা হতে হবে।
ঋণের বিশিষ্টসমূহঃ
- ঋণের পরিমাণঃ নূন্যতম টাকা-৫০,০০০/- থেকে সর্বোচ্চ টাকা-৩,০০,০০০/- পর্যন্ত।
- পরিশোধের মেয়াদকালঃ সর্বোচ্চ ৫ বছর।
- পরিশোধ পদ্ধতিঃ মাসিক কিস্তি (ইএমআই)
- খুব ভালো ইন্টারেস্ট রেট।
- কোনো গোপন চার্জ নাই।
চার্জ এবং ফি’স সমূহঃ
- জরিমান সুদঃ ইএমআই এর ২% হারে বিলম্ব ফি নেয়া হয়।
- প্রক্রিয়াকরন ফিঃ শূন্য।
- আংশিক / পুরো পরিশোধঃ আংশিক প্রাক -পরিশোধের ক্ষেত্রে ১% এবং চূড়ান্ত নিষ্পত্তির ক্ষেত্রে অনাদায়ী পরিমাণের ১% অতিরিক্ত ফি আদায় করা হয়।
- প্রয়োজনীয় নির্ধারিত স্ট্যাম্প চার্জ ঋনগ্রহীতার কাছ থেকে আদায় করা হয়।
- সিআইবি ও সিপিভি খরচঃ আবেদনকারীকে সিআইবি ও সিপিভির প্রকৃত খরচ বহন করতে হবে।