বিভিন্ন ভোগ্য সামগ্রী ক্রয় করা, চিকিৎসা, শিক্ষা, বিবাহ, ভ্রমণ, উৎসব ইত্যাদি পূরণ করা, ঘর সাজানো বা সংস্কার করা, যন্ত্রপাতি, সরঞ্জাম, অফিসের সাজসজ্জা সামগ্রী বা অন্য কোন ব্যক্তিগত প্রয়োজন মেটানোর জন্য বিভিন্ন পেশাজীবিদের মাঝে ডাচ বাংলা ব্যাংক লিঃ (ডিবিবিএল) অর্থায়ন করে আসছে। নিম্নোক্ত বৈশিষ্ঠ্যগুলি যদি আপনার সাথে মিলে যায় তবে আজই চলে আসুন ডিবিবিএল এর যে কোনো কার্যালয়ে।
বৈশিষ্ঠ্যসমূহঃ
ভোক্তা গ্রুপঃ
যে কোনো বাংলাদেশী নাগরিক স্ব-নিযুক্ত বা নিম্নোক্ত পেশায় জড়িত বা বেতনভোগী
- ডাক্তার বা চিকিৎসা পেশায় নিযুক্ত
- ইঞ্জিনিয়ার, স্থপতি, অর্থনীতিবিদ বা চ্যাটার্ড একাউন্ট্যান্ট।
- আইটি বা ব্যবস্থাপনা পেশায় নিযুক্ত
- বাড়িওয়ালা বা দোকান মালিক বা ব্যবসায়ী
- সরকারী বেসরকারি শিক্ষকগন ইত্যাদি।
যোগ্যতাঃ
- বয়স সীমাঃ সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৭০ বছর (অবসর প্রাপ্তি বা ঋন মেয়াদউত্তির্নের আগ পর্যন্ত যেটা আগে হয়) পর্যন্ত হতে হবে।
- চাকুরীর বয়স ও অভিজ্ঞতাঃ স্ব -নিযুক্ত ব্যক্তি যার সর্বনিম্ন ২ (দুই) বছরের ব্যক্তিগত অনুশীলন ইতিহাস রয়েছে।
ঋণের বিশিষ্টসমূহঃ
- ঋণের পরিমাণঃ নূন্যতম ৫০,০০০ থেকে ২০,০০,০০০ টাকা পর্যন্ত।
- পরিশোধের মেয়াদ কাল ১২ মাস থেকে ৬০ মাস পর্যন্ত
- পরিশোধ পদ্ধতিঃ মাসিক কিস্তি (ইএমআই)
- প্রতিযোগিতামূলক সূদের হার।
- যৌথভাবে ঋন আবেদনের সুযোগ আছে।
ন্যূনতম অভিজ্ঞতাঃ
- বেতনভোগী ব্যক্তির ক্ষেত্রে বর্তমান নিয়োগকর্তার সাথে ন্যূনতম ১-৬ মাস এবং মোট অভিজ্ঞতা ১-২ বৎসর
- স্ব- নির্ভর পেশাজীবীর ক্ষেত্রে সংশ্লিষ্ট পেশায় ন্যূনতম ৬ মাসের অনুশীলন
- ব্যবসায়ীদের জন্য ২ বৎসর।
- সরকারী, আধা-সরকারী ও স্বায়ত্বশাসিত চাকুরীর ক্ষেত্রে ৬ মাসের অভিজ্ঞতা থাকতে হবে।
নূন্যতম মাসিক আয়ঃ
- পেশাদারদের জন্য ৩০,০০০/-
- বাড়িওয়ালা বা দোকান মালিকদের জন্য ৩০,০০০/-
- ব্যবসায়িক ব্যক্তিদের জন্য ৫০,০০০/- টাকা
চার্জ এবং ফি’স সমূহঃ
- জরিমান সুদঃ ইএমআই এর ২% হারে বা ১০০ টাকা(যেটা বেশি) বিলম্ব ফি নেয়া হয় প্রতিমাসে।
- প্রক্রিয়াকরন ফিঃ মোট ঋণের ০.৫% থেকে ১% প্রক্রিয়াকরন চার্জ এবং ঐ চার্জের ১৫% ভ্যাট আদায় করা হয়।
- আংশিক বা পুরো নিষ্পত্তির ব্যবস্থা আছে।
- আংশিক / পুরো নিষ্পত্তি ফিঃ আংশিক প্রাক -পরিশোধের ক্ষেত্রে ১% এবং চূড়ান্ত নিষ্পত্তির ক্ষেত্রে অনাদায়ী পরিমাণের ২% অতিরিক্ত ফি আদায় করা হয়।
ঋণ আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- ঋণ আবেদনকারী কর্তৃক আবেদনপত্র যথাযথভাবে সম্পন্ন এবং স্বাক্ষরিত হতে হবে
- সাম্প্রতিক তোলা রঙিন ২ কপি ছবি।
- এনআইডি/ স্মার্ট কার্ড
- ব্যাংক দলিল
- ভিসিটিং কার্ড
- ইউটিলিটি বিলের কপি
- ই-টিআইএন/ টিআইএন সার্টিফিকেট/ আয়কর স্বীকৃতির কপি
- ব্যক্তিগত গ্যারান্টরের রঙিন ছবি, এনআইডি, ভিজিটিং কার্ড/অফিস আইডি।
- অন্যান্য প্রয়োজনীয় নথি বা তথ্য
বেতনভোগী ব্যক্তি/স্ব -কর্মচারীর জন্য অতিরিক্ত নথি প্রয়োজনঃ
- মূল বেতন প্রশংসাপত্র/পরিচয়পত্র (LOI)
- পে-স্লিপের কপি
- অফিস আইডি
- সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পেশাগত প্রশংসাপত্র
ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত নথি
- সর্বশেষ ট্রেড লাইসেন্সের কপি
- MOA, AOA, Incorporation এর সার্টিফিকেশন, সর্বশেষ ফর্ম XII এবং X (লিমিটেড কোম্পানি) এর অনুলিপি
- রেজিস্টার্ড পার্টনারশিপ ডিড এবং ফর্ম I (পার্টনারশিপ ফার্ম) এর কপি
বাড়িওয়ালার জন্য প্রয়োজনীয় অতিরিক্ত নথিঃ
- সম্পত্তি শিরোনাম দলিল এবং সর্বশেষ মিউটেশনের কপি
- ভাড়াটেদের সাথে বৈধ ভাড়ার দলিলের কপি
- সর্বশেষ ভাড়ার রসিদ এবং পৌর করের রসিদগুলির অনুলিপি