অর্থের বিষয় যখন আসে তখন সে বিষয়ে ভালোভাবে অবহিত হয়েই সিদ্ধান্ত নেওয়া ভাল। ব্যক্তিগত ঋনের বিষয়ে এখানে কয়েকটি টিপস/তথ্য দেয়া হলঃ
- কখনোই প্রয়োজনের অতিরিক্ত ঋন নিবেন না। মনে রাখবেন এটা আপনাকে পরিশোধ করতে হবে।
- দ্রুত পরিশোধ করুন। আপনার কাছে যদি অতিরক্ত টাকা থাকে তাহলে সেটা দিয়ে পুরোটা হোক বা কিছু অংশ হোক পরিশোধ করুন। বেশিরভাগ ব্যাংক এখন আগাম পরিশোধের জন্য কোনো জরিমানা করে না। আর আপনি সেই ভাবেই ব্যাংকে নির্বাচন করবেন।
- আপনি নিশ্চিত হোন যেন আপনার ইএমআই আপনার স্বাভাবিক জীবন যাত্রাকে ব্যাহত না করে। সেই অনুসারে একটা সামঞ্জস্যপূর্ণ একটা ঋন পরিশোধের মেয়াদকাল বেছে নিন।
- ঋণ নেয়া টাকাগুলো যথাযথ উৎপাদনশীল কাজে ব্যবহার করুনঃ ঋণ হিসেবে প্রাপ্ত তহবিলকে খেয়ালখুশিমতো ব্যবহার না করে যথাযথভাবে ব্যবহার করুন। কারণ আপনার যথাযথ ব্যবহারের ফলে অর্থ পরিশোধের সময় ‘ইতিবাচক প্রেরণা’ হিসাবে আপনার জন্য কাজ করবে।
আমরা আশা করছি এটি আপনার জীবনযাত্রা কিছুটা সহজতর করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ!