আপনি যখন কোনও ব্যক্তিগত ঋণ বেছে নেন তখন শুধু আপনি এক ইন্টারেস্টই শোধ করেন না সাথে অন্যান্য খরচ ও পরিশোধ করতে হয়। যেমন প্রসেসিং ফি, স্ট্যাম্প চার্জ, আগাম পরিশোধ ফি এসবও যুক্ত আছে। আসুন দেখি কি কি চার্জ প্রযোজ্য হতে পারে?
একটি ঋণের পুরো অ্যামাউন্টের জন্য একটি নির্দিষ্ট ফি নেওয়া হয় এবং এটি অফেরত যোগ্য ও আগেই কেটে নেয়া হয়। এটাকে প্রসেসিং ফি ও বলতে পারেন যা আপনার লোন যোগ্যতা প্রমাণের খরচ হিসেবে দেখানো হয়। এই প্রসেসিং ফি টা ব্যাংকে ভেদে আলাদা হতে পারে আবার কিছু কিছু ব্যাংক ফ্ল্যাট ফি নিতে থাকে।
আগাম পরিশোধ ফি
মেয়াদকালের আগে আপনি যদি ইএমআই দিতে চান তবে ব্যাংকগুলি সাধারণত একটি আগাম পরিশোধ জরিমানা(প্রিপেমেন্ট ফি) গ্রহণ করে। এটি নির্দিষ্ট সময়সীমার পরেই সাধারণত ধার্য করা হয়। এই ফি মোট বকেয়া ঋনের পরিমাণের ২-৩% এর মত হয়ে থাকে।
দেরিতে-পরিশোধ বাবদ চার্জ
মাসিক ইএমআই বা কিস্তি দেওয়ার ক্ষেত্রে যদি বিলম্ব হয় তবে আপনাকে বিলম্বিত ফি বাবদ অর্থ প্রদান করতে হবে। এটি আপনার মাসিক কিস্তিতে যুক্ত হয় এবং সাধারণত কিস্তির ২ থেকে ৩% এর মত হয়।
চেক বাউন্স ফি
আপনি যদি আপনার ব্যক্তিগত ঋণের ইএমআইয়ের জন্য পোস্ট-ডেটের (পুরোনো তারিখের) চেক জমা
দেন এবং সেগুলো যদি অনার না করে তবে আপনাকে চেক বাউন্সিং ফি বাবদ ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
পার্সোনাল লোনের এই ফিস এবং চার্জগুলো সম্পর্কে বিষদ ধারনা রাখা একটা খুবই গুরুত্বপূর্ন ব্যাপার। এগুলো সম্পর্কে ভালো ধারনা থাকলে একটা সুবিধা হচ্ছে আপনি ব্যাংকের সাথে এসব চার্জ নিয়ে আলোচনা করতে পারেন। প্রয়োজনে ব্যাংকের সাথে সুসম্পর্ক বজায় থাকলে ফিস গুলো কমানোর ব্যাপারে বলতে পারেন। আশা করা যায় ইনফরমেশন গুলো আপনার ব্যক্তিগত ঋণ সম্পর্কে ভালো ধারনা দিতে পেরেছে।