নিম্নোক্ত গ্রাহক শ্রেনী যাদের নিয়মিত কিস্তি জমা দেওয়ার মত পর্যাপ্ত নগদ টাকার প্রবাহ বা উৎস আছেঃ
কাস্টমার গ্রুপঃ
সরকারি, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বীমা কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, বহুজাতিক কোম্পানি, এনজিও, প্রাইভেট লিমিটেড কোম্পানির কর্মচারী, ব্যাংকের কাছে গ্রহণযোগ্য, অন্য কর্মচারীর গ্যারান্টি দ্বারা আচ্ছাদিত(প্রমানিত) সমান বা উচ্চতর গ্রেড। বিশ্ববিদ্যালয়, কলেজ ও বিদ্যালয়ের শিক্ষক (অধিভুক্ত)। পেশাদার ব্যক্তিরা যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং স্থপতি।
উদ্দেশ্যঃ যে কোনো বৈধ্য উদ্দেশ্যে
জাতীয়তা এবং বয়স সীমাঃ
ন্যূনতম আয়ঃ নিট আয় প্রতি মাসে কমপক্ষে ৪০,০০০/- টাকা হতে হবে (প্রমাণ দ্বারা প্রমাণিত হতে)
ঋনের আকারঃ সর্বনিম্ন ২.০০ লাখ এবং সর্বোচ্চ ২০.০০ লক্ষ টাকা পর্যন্ত
ঋনের সর্বোচ্চ মেয়াদঃ ৫ বছর
সুদের হারঃ যথাসময়ে ব্যাংক কর্তৃক নির্ধারিত।
নিরাপত্তা/ জামানতঃ