COVID-19 সঙ্কট সারা বিশ্বের অর্থনীতিতে একটি বিশাল ধাক্কা দিয়েছে। এর ফলে আমরা চাকরি হারিয়েছি আবার অনেকের আয় কমে গেছে । এই সঙ্কট থেকে কিছু গুরুত্বপূর্ণ আর্থিক শিক্ষা আসুন জেনে নেই ।
একথা বলার অপেক্ষা রাখে না যে COVID-19 সঙ্কট এত সহজে দূর হবে না। COVID-19 মহামারী এবং অর্থনৈতিক মন্দা এবং তার উপর তেল সংকট একসাথে সারা দুনিয়ার জন্যে চরম মাত্রার হতাশা তৈরি করেছে। COVID-19 মহামারীর বছর পার করল । আমাদের দেশে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং সহসা এই সঙ্কট দূর হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না । মহামারীটি অর্থনীতিতেও মারাত্মক আঘাত হেনেছে – অনেক সংস্থা তাদের কর্মচারীদের বেতন কমিয়ে দিয়েছে, অনেকে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। কেউ আবার বলছে – এখন কিছুদিনের জন্যে অফিস বন্ধ । আপনার চাকরি আছে তবে এখন বেতন দিতে পারব না । অফিস খুললে জানানো হবে।
এখানে আমরা COVID-19 সংকট থেকে চারটি সবথেকে গুরুত্বপূর্ণ আর্থিক শিক্ষার কথা তুলে ধরছি:
১ জরুরী তহবিল থাকাঃ
আমাদের জীবন এতই অনিশ্চিত যে যে কোনও সময়ে বিপদ আসতে পারে । আবার বিপদ এই COVID-19 এর মতো লম্বা সময়ের জন্যে অ হতে পারে । আপনার বিপদের সময়ে, জরুরী তহবিল থাকার চেয়ে সম্ভবত আর গুরুত্বপূর্ণ কিছু নেই। জরুরী তহবিল তৈরির প্রথম ধাপ হল আপনার কমপক্ষে ৩-৮ মাস চলার খরচ জমিয়ে রাখা। তারপর যতটা সম্ভব আপনার জমার অর্থের পরিমাণ বাড়ানো । মনে রাখবেন জরুরী তহবিল তৈরি করা আর্থিক পরিকল্পনার অন্যতম প্রধান ধাপ। তাহলে পরবর্তীতে কখনও চাকরি চলে গেলে বা বেতন কাটা গেলেও আপনার প্রয়োজনীয় ব্যয় মিটানোর জন্যে আপনার পর্যাপ্ত পরিমাণ টাকা থাকবে।
২ লাইফ ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স করাঃ
আপনার ও আপনার পরিবারের সদস্যদের লাইফ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বীমা না করা থাকলে বীমা করার জন্য এর চেয়ে ভাল সময় আর কখনও হতে পারে না। এমনকি যদি আপনার অফিস থেকে বীমা করা হলেও আপনি নিজের জন্যে নিজের বীমা করে নিলে ভাল। তাহলে কোনও কারণে আপনার চাকরি চলে গেলেও বীমাটা আপনার থেকে যাবে ।
আমাদের দেশে অনেক কোম্পানি কর্মচারীদের জন্যে বীমা করে থাকে। আপনি কয়েকটি কোম্পানির সাথে কথা বলে আপনার জন্যে কার্যকরী বীমাটি বেছে নিতে পারেন। তবে আপনি এটি সামর্থ্য অনুযায়ী এমন বীমা বেছে নেবার চেষ্টা করবেন যা সবথেকে বেশি কভারেজ দেয় ।
৩ সর্বদা বিকল্প আয়ের উৎস তৈরি করাঃ
হঠাৎ করে আয় কমে গেলে আপনার আর্থিক বিপদে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। দুর্ভাগ্যক্রমে, আপনি এই সময়ে আপনার মাসিক বাসা ভাড়া, ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যয় বন্ধ করতে পারবেন না। এগুলি আপনাকে দিতেই হবে। এখানেই আপনার আয়ের দ্বিতীয় কোনও উত্স থাকলে তা দারুণভাবে কার্যকর হবে। এটি আপনাকে এই প্রয়োজনীয় ব্যয়গুলি পূরণ করতে এবং কঠিন সময়ে অর্থনৈতিক ভাবে সহায়তা করবে। উইকএন্ডে অতিরিক্ত কোনও অ্যাসাইনমেন্ট বা কাজের পরে সন্ধ্যায় একটি খণ্ডকালীন চাকরি এই অতিরিক্ত টাকা উপার্জনের ভাল উপায়।
৪ আপনার লক্ষ্য কাছাকাছি থাকলে শেয়ার বাজারের ইক্যুইটি সরিয়ে ফেলুনঃ
বিবাহ, অবসর ইত্যাদির মতো দীর্ঘমেয়াদী লক্ষ্যের পরিকল্পনা করার জন্য শেয়ার বাজারে বিনিয়োগ হল আপনার সম্পদ বাড়ানোর স্মার্ট উপায়। তবে আপনার লক্ষ্যটি যদি মাত্র কয়েক বছর দূরে থাকে তবে আপনার বিনিয়োগগুলি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া ভাল যাতে বাজারের অনিশ্চয়তার কাছে আপনি জিম্মি না থাকেন। যখন বাজার ভাল থাকে, ইক্যুইটিগুলি ভাল রিটার্ন দিবে তবে এই COVID-19 এর মত সময়ে বাজার ভাল না থাকতে পারে । তাই আপনার বিনিয়োগগুলি সরিয়ে নেওয়া নিরাপদ। অন্যথায় আপনার অর্থনৈতিক লক্ষ্য পূরণ কষ্টকর হতে পারে এবং এত বছরের চিন্তিত বিনিয়োগ ব্যর্থও হতে পারে।