আপনি যদি কলেজ বা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করে থাকেন এবং সবেমাত্র চাকরিতে যোগ দিয়ে থাকেন তবে ক্রেডিট কার্ড পাওয়ার আকর্ষণীয় সম্ভাবনা রয়েছে। আপনি কেন ক্রেডিট কার্ড নিতে পারেন তার কয়েকটি কারণ এখানে আলোচনা করছি।
ক্রেডিট কার্ড থাকার কয়েকটি চমৎকার সুবিধা রয়েছে: ক্যাশব্যাকস, এয়ার মাইলস, ব্যয়ের উপর পুরষ্কার ইত্যাদি। তবে আপনি কি জানেন যে ক্রেডিট কার্ড প্রাপ্তির সবচেয়ে বড় সুবিধা হল এটি আপনার ভবিষ্যতকে আর্থিক ভাবে সুরক্ষিত করে? বিশ্বাস হচ্ছে না? তাহলে বিস্তারিত পড়ুন।
একটি ক্রেডিট কার্ড আপনার ক্রেডিট সুখ্যাতি (ক্রেডিট রেপুটেশন) তৈরি করে
আপনি ক্রেডিট কার্ড ভালোভাবে ব্যবহার করলে পরবর্তীতে আপনার অন্যান্য লোন (যেমনঃ গাড়ির লোন,বাড়ির লোন) পেতে সুবিধা হবে। যদিও বাংলাদেশে ক্রেডিট স্কোর এখনও চালু হয় নি কিন্তু বিশ্বের অন্যান্য দেশে ভালো ক্রেডিট স্কোরের উপর লোনের সুদের হার ও অনেক ক্ষেত্রে নির্ভর করে।
সুতরাং, ভাল ক্রেডিট রেপুটেশন থাকলে তা শুধু আপনার লোন অনুমোদনের জন্যেই কেবল সাহায্য করে না, এটি আপনার ব্যক্তিগত আর্থিক অভ্যাসগুলিও প্রতিফলিত করে।
ক্রেডিট কার্ড আপনাকে পুরষ্কার অর্জনে সহায়তা করে
টাকা জমানো যদি আপনার অন্যতম লক্ষ্য হয়ে থাকে, তবে একটি ক্রেডিট কার্ড আপনাকে আপনার এই লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারে। আপনি যখন ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করবেন, তখন আপনি – এয়ার মাইল, ক্যাশব্যাক, এবং পুরষ্কার পয়েন্ট পেতে পারেন। পরবর্তীতে এই পয়েন্ট আপনি বিভিন্ন কেনাকাটা বা এমনকি ফ্লাইটের টিকিটে ছাড় পাওয়ার জন্য ব্যবহার করতে পারেন। বাংলাদেশে বিভিন্ন ক্যাম্পেইন চলা কালে অনেক খাবারের দোকানে বা কেনাকাটার সময় ক্রেডিট কার্ডে টাকা পরিশোধ করলে ছাড়ও পাওয়া যায়।
ক্রেডিট কার্ডগুলি আপনাকে দামী জিনিস কিনতে সাহায্য করে
একবার আপনি টাকা আয় করা শুরু করলে, আপনি অনেক আকাঙ্ক্ষায় মিটাতে চাইবেন যা খুবই স্বাভাবিক। যেমনঃ আপনার বাবা-মা কে ভাল একটা উপহার দেয়া, কোনও দামী গ্যাজেট কিনা, বিদেশে ঘুরতে যাওয়া, যা আপনি অনেকদিন ধরে চিন্তা করে রেখেছেন। আপনার হাতে জমানো টাকা কম থাকলেও একটি ক্রেডিট কার্ড আপনার সাহায্য করতে পারে।
তবে যখনই আপনি আপনার কার্ডে বড় অংকের খরচ করবেন, তখন অবশ্যই নির্ধারিত তারিখের আগে আপনার টাকা পরিশোধের কথা মনে রাখবেন। কিছু কার্ড আপনাকে হয়ত আপনাকে বিশেষ অফারে ইনস্টলমেন্টে টাকা দেবার সুযোগ দিবে, তবে আগেই তাদের নিয়ম গুলো জেনে নিবেন। একটি ক্রেডিট কার্ড যে হটাৎ বিপদে টাকা ধার দিয়ে আপনাকে আর্থিক সহায়তা দিবে তার তুলনা করা কঠিন – ক্রেডিট কার্ড নেবার এটি একটি অনেক বড় কারণ।
আপনার ক্রেডিট কার্ডকে দায়িত্বশীল ভাবে ব্যবহার করুন
যখন কোনও ক্রেডিট কার্ড আপনাকে তাত্ক্ষণিকভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ ব্যবহার না করে ও বড় ব্যয় করতে দেয় তবে এর সাথে আপনার আর্থিক দায়বদ্ধতাও চলে আসে। আপনি সময় মত টাকা দিতে না পারলে আপনার দেনার পরিমান দিন দিন বাড়তে থাকবে যা থেকে আপনার বের হতে বছর বা কয়েক দশক লাগতে পারে। এমনকি ক্রেডিট কার্ডের সুদের হার ক্ষেত্র বিশেষে ২৫% থেকে ৩০% পর্যন্ত হয়ে যেতে পারে।
আপনি ক্রেডিট কার্ড তেমন ব্যবহার না করলে অনেক গুলো ক্রেডিট কার্ড রাখার কোনও প্রয়োজন নেই। তাতে পরবর্তীতে আপনার অন্য ক্রেডিট এপ্লিকেশন অনুমোদনে সমস্যা হতে পারে।