সময়মতো ক্রেডিট কার্ডের টাকা না দেয়াটা কোন ভাবে বুদ্ধিমানের কাজ না। অনেক সময় আমরা না চাইলেও সেটা হয়ে যেতে পারে। যখন আপনি ক্রেডিট কার্ডের টাকা পুরো দিতে পারছেন না তখন এই কাজগুলো করতে পারেন।
ক্রেডিট কার্ডের ঋনের ইতিহাস ভালো রাখতে হলে পুরো টাকায় একবারে দিয়ে দেওয়া উচিত। কিন্তু তারপরও শারীরিক বা আর্থিক বিভিন্ন সমস্যার কারণে, আবার কোভিড এর মতো মহামারীর কারণে অনেকে চাকরি হারিয়ে ক্রেডিট কার্ডের টাকা সময়মত দিতে পারছে না। এসময় অনেকেই চেষ্টা করে শুধুমাত্র সুদের টাকাটা দিয়ে দিতে, কিন্তু সবচেয়ে খারাপ হয় যদি আপনি পুরোটাই বাকী রাখেন। যত টাকা বাকি রাখবেন তার উপরে প্রতিনিয়ত সুখ এবং দেরিতে টাকা দেয়ার জন্য লেট ফি যোগ হয়। ক্রেডিট কার্ডের সুদ যদিও মাসে মাত্র ২%, কিন্তু টাকা আপনি যদি পরিষদ না করেন তা বছর শেষে প্রায় ২৫% হয়ে দাঁড়ায়।
আদর্শভাবে ক্রেডিট কার্ডগুলি কেবল পুরষ্কার এবং ক্যাশব্যাক নগদ অর্থ পাবার জন্য ব্যবহার করা উচিত। তাদের অতিরিক্ত সুদের হারের জন্য দীর্ঘমেয়াদী ঋণ হিসাবে কখনো ব্যবহার করা ঠিক না। আপনার যদি ঋণ নেয়া ছাড়া কোন উপায় না থাকে, তখন ক্রেডিট কার্ড ব্যবহার না করে, পশুদের একটি ব্যক্তিগত ঋণ নেয়া উচিত। সব সময় মাথায় রাখবেন যে ক্রেডিট কার্ডের বিল প্রত্যেক মাসে পুরোপুরি পরিশোধ করার জন্য, যাতে আপনাকে অতিরিক্ত সুদ না দিতে হয়।
এখানে আপনার জন্য কয়েকটি সহজ পরামর্শ রইল যাতে আপনি ক্রেডিট কার্ডে বকেয়া বিলের জন্য অতিরিক্ত সুদ প্রদান থেকে বিরত থাকতে পারেন:
সর্বনিম্ন পরিমান পরিশোধ
আপনি যদি ক্রেডিট কার্ডের সমস্ত বকেয়া একবারে পরিশোধ করতে না পারেন, তবে কমপক্ষে সর্বনিম্ন পরিশোধের পরিমাণটি জমা দিয়ে দিন।সর্বনিম্ন পরিষদের পরিমান জমা না দিলে আপনার জন্য অতিরিক্ত হিসেবে লেট ফি যোগ হবে। আপনি যদি কোনো কারণে সর্বনিম্ন পরিমাণটি ও পরিশোধ করতে না পারেন, তাহলে সময়ের আগেই ব্যাংকের সাথে কথা বলুন। আপনার পূর্বের ক্রেডিট ইতিহাস ভালো থাকলে ব্যাংক আপনাকে কোন ভাবে সাহায্য করলেও করতে পারে।
ব্যালেন্স ট্রান্সফার
আপনার ক্রেডিট কার্ডে যদি অনেক টাকা বাকি থাকে, তা হয়তো পরিশোধ করতে কয়েক মাস লেগে যেতে পারে। ক্রেডিট কার্ড ঋণের তুষার বলকে অনিয়ন্ত্রিতভাবে বাড়তে না দিয়ে আপনার উচিত এই টাকাটা একটি স্বল্প সুদের ব্যক্তিগত ঋণ এ পরিণত করা। এ ক্ষেত্রে যদিও আপনি একই পরিমাণ টাকা ঋণগ্রস্ত থাকবেন, কিন্তু আপনি ফেরত দেওয়ার জন্য সময় যেমন বেশি পাবেন, তেমনি সুদের হারও কম থাকবে।
মনে রাখবেন যে, আপনার ব্যালেন্স ট্রান্সফার করার পরে ক্রেডিট কার্ডে যতটা সম্ভব কেনাকাটা এড়িয়ে যাবেন। তার থেকে আগে ঋণ পরিশোধ করার উপরে নজর দিন।
নতুন ক্রেডিট ব্যবহার করা এড়িয়ে চলুন
উপরের টিপসগুলো আপনার তখনই কাজে লাগতে পারে, যখন আপনি নতুন কোন ক্রেডিট ব্যবহার করার আগে পুরনো সমস্ত ঋণ পরিশোধ করবেন। ক্রেডিট কার্ডের বিল পরিশোধের জন্য অর্থনৈতিক শৃঙ্খলা এবং ইচ্ছা শক্তি প্রয়োজন। আপনার এই উচ্চ সুদের ঋণ পরিশোধ করলে আপনার হাতে তখন খরচ করার মত টাকা আবার চলে আসবে।