takacenter-logo-greentakacenter-logo-greentakacenter-logo-greentakacenter-logo-green
  • হোম
  • ঋণ
  • ক্রেডিট কার্ড
  • সঞ্চয়
  • আর্থিক ব্যবস্থাপনা
  • আমাদের কথা
ঋন পরিশোধে সমস্যা তাহলে আজই এই লেখাটা পড়ুন । Having trouble repaying your loans? Read this!
May 3, 2022
Money Lies That We Often Tell Ourselves
টাকা পয়সার ব্যাপারে আমরা নিজেদের যখন ধোঁকা দেই | Money Lies That We Often Tell Ourselves
June 2, 2022
June 1, 2022
ক্যাটাগরি
  • Personal Finance
ট্যাগ
Simple Tips For Early Retirement

আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের সবার লক্ষ্য রাখা দরকার যেন আমাদের অবসর সহজ ও আরামদায়ক হয়।  তবে শেষ বয়সে অবসর নেয়ার থেকে সময়ের আগে অবসর নেওয়ার জন্য আপনি কী কী পদক্ষেপ নিতে পারেন? আসুন খুঁজে দেখি। 

আপনি জীবনের যে কোনও পর্যায়ে থাকেন না কেন বা আপনার আর্থিক লক্ষ্যগুলি যা-ই হোক না কেন, প্রত্যেকেরই একটি সাধারণ লক্ষ্য থাকে তা হল আরামে অবসর গ্রহণ।  আপনি অবসর থেকে কয়েক দশক দূরে থাকলেও, তবে আপনি যদি এখনই সঠিক পদক্ষেপ গ্রহণ করা শুরু করেন, আপনি তাহলে সময়ের আগেই অবসর নিতে সক্ষম হতে পারেন।

যদিও অবসর নেওয়ার জন্যে এটি সহজ বা মসৃণ রাস্তা হবে না।  এর মধ্যে যথেষ্ট কষ্ট করতে হবে এবং অনেক আর্থিক ক্ষেত্রে আপনাকে ছাড় ও দিতে হতে পারে।  একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, তাড়াতাড়ি অবসর সবার জন্য নয়।  আপনি যদি দ্রুত অবসর নিতে চান তবে আপনার এখনই আপনার জীবনে ছোট ছোট পরিবর্তন শুরু করতে হবে।  এখানে আমরা সেরা সাতটি সাধারণ পদক্ষেপ এর কথা বলব যা আপনাকে দ্রুত অবসর নিতে সাহায্য করবে:

আপনার অবসরকালীন বাজেট ঠিক করে নিন:

আপনার পরিকল্পনা শুরুতেই হিসার করে নিন যে আরামদায়কভাবে বাঁচতে আপনাকে কতটা টাকা প্রয়োজন হবে।  আপনি কি অবসর নেওয়ার পরও এখন যে ধরণের জীবনযাপন ভাল করেছেন তা বজায় রাখতে চান? নাকি আপনি কিছুটা পরিবর্তন করতে পারেন? যেহেতু আপনার নিয়মিত আয়ের উৎস থাকবে না, আপনি কয়েক বছরের মধ্যে আপনার অবসরের জন্যে জমানো টাকা শেষ করতে চাইবেন না।  আপনার অবসরকালীন তহবিলের জন্য আপনার কতটা সঞ্চয় করা উচিত তা সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে প্রথমেই ঠিক করে ফেলতে হবে যে, স্বাচ্ছন্দ্যে বাঁচতে আপনার  মাসিক বা বার্ষিক ভিত্তিতে কতটা টাকা দরকার ।

আপনার বর্তমান আর্থিক সমস্যা দূর করা:

আপনি এখন থেকেই আপনার অবসর তহবিলের জন্য সঞ্চয় করতে পারেন, তবে আপনি যদি দ্রুত  অবসর গ্রহণের পরিকল্পনা করেন তবে আপনার বর্তমান আর্থিক দায়বদ্ধতা এখনই মূল্যায়ন করুন। আপনার কোথায় টাকা খরচ হচ্ছে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করুন।  আপনার বিনিয়োগগুলি আপনাকে কী রিটার্ন দিচ্ছে? আপনার কতটা ঋণ আছে?  আপনার ঋণ থাকলে যত তাড়াতাড়ি সম্ভব এগুলি পরিশোধ করার পরিকল্পনা তৈরি করুন।

অবসরকালীন তহবিল এর লক্ষ্য নির্ধারণ করুন:

একবার আপনি সাবধানতার সাথে আপনার বর্তমান আর্থিক দায়বদ্ধতাগুলি মূল্যায়ন করে ফেলার  পরে, অবসর গ্রহণের লক্ষ্য নির্ধারণ করুন।  একটি সময়সীমা ঠিক করুন এবং আপনি যে পরিমাণ অর্থ জমা করতে চান তার সিদ্ধান্ত নিন।  আপনার একবার লক্ষ্য স্থির হয়ে গেলে এর দিকে কাজ করা আরও সহজ হবে।  এখন মোট যত টাকা দরকার তা কয়েক ভাগে ভাগ করে ছোট ছোট মাইলফলক তৈরী করুন এবং তারপরে আপনার কাজে নেমে পড়ুন।  প্রতি বছর আপনার লক্ষ্যটি একটু একটু করে বাড়ান, তাহলে আপনার দ্রুত অবসর গ্রহণের আপনার শেষ লক্ষ্যে পৌঁছাতে সহজ হবে।

সঠিক বিনিয়োগ খুঁজে নিন:

আপনি যদি তাড়াতাড়ি অবসর গ্রহণ করতে চান তবে আপনি বিনিয়োগ শুরু না করলে আপনি সেখানে পৌঁছানোর আশা করতে পারবেন না।  দ্রুত অবসর গ্রহণ করার মানে হচ্ছে আপনার টাকা জমানোর জন্যে করার জন্য খুব বেশি সময় হাতে নেই।  বিনিয়োগ আসলে আপনার অবসর লক্ষ্যে দ্রুত পৌঁছাতে সহায়তা করতে পারে।  তবে এর অর্থ এই নয় যে কেউ আপনাকে বেশি লাভের প্রতিশ্রুতি দিলেও বেশি ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করবেন।  আপনি এক জায়গায় বিনিয়োগ না করে কয়েকটি ভাগে বিনিয়োগ করতে পারেন।  উদাহরণস্বরূপ, রিয়েল এস্টেট বিনিয়োগ আপনাকে অনেক বছর ধরে প্যাসিভ ইনকাম দিবে।  এমন ভাবে বিনিয়োগগুলি বেছে নিন যা আপনার অবসরকালীন সঞ্চয়কে বৃদ্ধি করতে সহায়তা করবে।

আপনার ব্যক্তিগত ব্যয় নিয়ন্ত্রণ করুন:

তাড়াতাড়ি অবসর গ্রহণ করতে চাইলে যেখানে এবং সেখানে আপনার ব্যক্তিগত ব্যয়ের ব্যাপারে সচেতন হন ।  ঘন ঘন অর্ডার করা, সাপ্তাহিক ছুটিতে বাইরে খাওয়া, অনলাইন শপিং, একাধিক বিদেশ ভ্রমণ, ইত্যাদি আপনাকে প্রথমে নিয়ন্ত্রণ করতে হবে।  আপনি যাচাই করুন যে কোনটা আপনার প্রয়োজন আর এবং কোনটা আপনার ইচ্ছা।  আপনার একেবারে প্রয়োজন এবং ইচ্ছার  মধ্যে ভারসাম্য বজায় রেখে খরচ করুন।  যদি আপনার আয়ের একটি বড় অংশ আপনার প্রয়োজনের তুলনায় আপনার চাওয়াগুলির পিছনে চলে যায় তবে আপনার অভ্যাস পরিবর্তন করার সময় চলে এসেছে।

অতিরিক্ত হারে ঋণ পরিশোধ করুন:

আপনার প্রথম অবসর গ্রহণের লক্ষ্যের কাছাকাছি যাওয়ার আরও একটি উপায় হচ্ছে আপনার বকেয়া ঋণ পরিশোধ করা। আপনার যত বেশি বকেয়া ঋণ থাকবে তত বেশি সুদের চার্জ আপনাকে দিতে হবে। আপনার বকেয়া ঋণকে যতদূর সম্ভব কমিয়ে ফেলুন যাতে এটি আপনার অবসর সঞ্চয়ে বাঁধা না হয়।  অবসর নেওয়ার আগে আপনার সমস্ত হোম ঋণ, গাড়ী ঋণ, ক্রেডিট কার্ড বা ব্যক্তিগত ঋণ পরিশোধ করার লক্ষ্য করুন।

দ্রুত অবসর আপনার জন্য কিনা তা পরীক্ষা করুন:

দ্রুত অবসর গ্রহণের প্রস্তুতির পথে নামার আগে, দ্রুত অবসর আপনার জন্য সম্ভব কিনা তা যাচাই করার জন্য এর বিভিন্ন সুবিধা এবং অসুবিধা বিবেচনা করুন।  সিদ্ধান্ত নেবার আগে আপনাকে অনেকগুলি বিষয় বিবেচনা করতে হবে: একটি টাইট বাজেট, যথেষ্ট গবেষণা, এবং অনমনীয় সঞ্চয়।  যখন আপনি দ্রুত অবসর গ্রহণের জন্য প্রস্তুত হন তখন মেডিকেল ইস্যু এবং অন্যান্য অপ্রত্যাশিত জীবনের ইভেন্টগুলির মতো বিষয় সামাল দেবার প্রস্তুতি ও আপনাকে নিতে হবে। আপনার যদি দ্রুত অবসর গ্রহণের চিন্তা করে থাকেন তবে অবশ্যই এর জন্য এগিয়ে যান।

শেয়ার করুন
5

সংশ্লিষ্ট পোস্ট

January 9, 2026

‘ফুচকা কৌশলে’ ১৮ মাসে ১৭ লক্ষ টাকার ঋণ মুক্তি ।  Debt recovery of 17 lakh taka just in 18 month through ‘Fuchka strategy’


বিস্তারিত
January 8, 2026

কেন আপনার একজন আর্থিক উপদেষ্টা থাকা উচিত | Why must you have a financial advisor?


বিস্তারিত
January 5, 2026

দাম্পত্য ও ভবিষ্যতের জন্য অর্থায়ন: আর্থিক সমন্বয়ের একটি পরিপূর্ন গাইড | Financial Planning for Couples: A Guide to Building Wealth Together


বিস্তারিত
January 4, 2026

আপনার বাজেট সঠিক পথে রাখতে ব্যয় অভ্যাসে ফিবোনাচ্চি অনুপাত ব্যবহার করুন | Applying Fibonacci Ratios to Your Spending Habits To Keep Your Budget On Track


বিস্তারিত
December 5, 2025

আপনি কি ঋণের দায়ে জর্জরিত, বাঁচার উপায় খুঁজছেন? Are drowning in debt and desperately searching for a lifeline?


বিস্তারিত
how-to-improve-your-finances
October 30, 2025

কিভাবে আপনার আর্থিক উন্নতি করবেন! | How to Improve your finances!


বিস্তারিত
September 30, 2025

একটি ব্যয়বহুল অনিরাপদ ঋন কখন কাজে দেয়? । When do Expensive Unsecured Loans Make Sense?


বিস্তারিত
September 30, 2025

আপনার আর্থিক ভবিষ্যত সম্পর্কে আপনার জীবনযাত্রা কী বলে? । What Your Lifestyle Says About Your Financial Future


বিস্তারিত
September 18, 2025

ব্যক্তিগত ঋন ছাড়ের পর কি ঘটে? | What happens after personal loan is disbursed?


বিস্তারিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • ‘ফুচকা কৌশলে’ ১৮ মাসে ১৭ লক্ষ টাকার ঋণ মুক্তি ।  Debt recovery of 17 lakh taka just in 18 month through ‘Fuchka strategy’
    January 9, 2026
  • কেন আপনার একজন আর্থিক উপদেষ্টা থাকা উচিত | Why must you have a financial advisor?
    January 8, 2026
  • দাম্পত্য ও ভবিষ্যতের জন্য অর্থায়ন: আর্থিক সমন্বয়ের একটি পরিপূর্ন গাইড | Financial Planning for Couples: A Guide to Building Wealth Together
    January 5, 2026
  • আপনার বাজেট সঠিক পথে রাখতে ব্যয় অভ্যাসে ফিবোনাচ্চি অনুপাত ব্যবহার করুন | Applying Fibonacci Ratios to Your Spending Habits To Keep Your Budget On Track
    January 4, 2026
  • আপনি কি ঋণের দায়ে জর্জরিত, বাঁচার উপায় খুঁজছেন? Are drowning in debt and desperately searching for a lifeline?
    December 5, 2025
  • how-to-improve-your-finances0
    কিভাবে আপনার আর্থিক উন্নতি করবেন! | How to Improve your finances!
    October 30, 2025
  • 0
    যমুনা ব্যাংকের এনি পারপোজ (যেকোন উদ্দেশ্য) লোন । Jamuna Bank Any Purpose Loan
    October 4, 2025
  • 0
    একটি ব্যয়বহুল অনিরাপদ ঋন কখন কাজে দেয়? । When do Expensive Unsecured Loans Make Sense?
    September 30, 2025
  • 0
    আপনার আর্থিক ভবিষ্যত সম্পর্কে আপনার জীবনযাত্রা কী বলে? । What Your Lifestyle Says About Your Financial Future
    September 30, 2025
  • credit-card-tips-for-you0
    আয় কমে গেছে? আপনার জন্য ক্রেডিট কার্ড টিপস! | Loss Of Income? Credit Card Tips For You!
    September 22, 2025

আমাদের কথা
আমরা টাকা সেন্টার কোনো প্রচলিত আর্থিক প্রতিষ্ঠান নই। আমরা বিশ্বাস করি যে প্রত্যেকেরই যেমন ব্যক্তিগতভাবে স্বাধীন তেমনি আর্থিকভাবেও স্বাধীনতা লাভ করা উচিত। প্রত্যকেরই আত্মবিশ্বাসের সাথে আর্থিক ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম হওয়া উচিত। আর এটি করার জন্য আমরা আমাদের জ্ঞান, মেধা, আবেগ এবং দক্ষতা দিয়ে এমন একটি শ্রেণী তৈরি করার প্রত্যয় নিয়েছি যেন তারা এটি সম্ভব করে।

  • হোম
  • ঋণ
  • ক্রেডিট কার্ড
  • সঞ্চয়
  • আর্থিক ব্যবস্থাপনা
  • আমাদের কথা

বাংলাতে ফিন্যান্সিয়াল আর্টিকেল নিয়ে আমরা আছি আপনাদের সাথে।

© 2021 Taka Center. All Rights Reserved.