takacenter-logo-greentakacenter-logo-greentakacenter-logo-greentakacenter-logo-green
  • হোম
  • ঋণ
  • ক্রেডিট কার্ড
  • সঞ্চয়
  • আর্থিক ব্যবস্থাপনা
  • আমাদের কথা

Wonder Years Or The Blunder Years

  • হোম
  • Personal Finance
  • Wonder Years Or The Blunder Years
কেন আপনার একটা ব্যক্তিগত ঋণ নেয়া উচিত? । Why should you take a personal loan
August 31, 2021
ক্রেডিট কার্ড ইএমআই এর চূড়ান্ত গাইড । Your Ultimate Guide To Credit Card EMIs
August 31, 2021
August 31, 2021
ক্যাটাগরি
  • Personal Finance
ট্যাগ

Wonder Years Or The Blunder Years? Teens And Money Management

আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এ কথা আমরা সবাই জানি।  তাই এই আর্টিকেলে আমরা বলবো যে কিভাবে আপনার ছেলেমেয়েকে বয়সন্ধিকালে প্রস্তুত করলে তারা ভবিষ্যতে আর্থিক ভাবে সফল হবে এবং কিভাবে  তারা টাকা পয়সা জনিত সম্ভাব্য সমস্যা থেকে দূরে থাকতে পারবে। 

বয়সন্ধিকালের জীবনটা ছেলেমেয়েদের জন্য বেশ কঠিন।  এ সময় ভালো কিছু শিখলে তারা সারাজীবন পালন করতে পারে।  আবার অসৎ সঙ্গে জীবনের সর্বনাশ ডেকে আনতে পারে। 

আপনার সন্তান যদি বয়সন্ধিকালে থাকে তখন সন্তানের পিতা-মাতার হিসেবে আপনি নিশ্চিত করতে পারেন যে আপনার সন্তান ভবিষ্যতে আর্থিক ব্যবস্থাপনায় পারদর্শী হবে নাকি অব্যবস্থাপনায় নিজের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলবে। এটা সত্যি যে বয়সন্ধিকালে ছেলেমেয়েরা সম্পূর্ণ চিন্তামুক্ত থাকে শুধুমাত্র পড়াশোনা ছাড়া তাদের জন্য তেমন কোনো কাজ থাকে না।  কিন্তু আপনার ছেলেমেয়েকে লেখাপড়ার পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনার ব্যাপারে শেখালে, তাদের লেখাপড়ার কোন ক্ষতি হবে না। 

তাহলে আর দেরি না করে বয়সন্ধিকালের ছেলেমেয়েদের জন্য আর্থিক ব্যবস্থাপনা বিষয়গুলো জেনে নেই:

হাত খরচ

হাত খরচ হচ্ছে আমাদের সমাজের কোনো কাজ না করেও মাস শেষে বেতন পাওয়ার মতো।  আসলে কে চাইবে না যে কোন কাজ না করে, টিভি দেখে অলস সময় পার করে মাসে কিছু টাকা পাইতে?

এখন প্রশ্ন হচ্ছে যে আসলেই কি ছেলেমেয়েদের টাকার প্রয়োজন আছে? কোনকিছুনা করো টাকা পেলে কি তারা আর্থিক ব্যবস্থাপনার কিছু শিখবে?

আসলে শুরুতে, ছেলে মেয়েরা হাতে কিছু টাকা পেলে টাকার মূল্য সম্পর্কে বুঝবে, বুঝবে কিভাবে এই অল্প টাকা দিয়ে বাজেট করে তাদের পরবর্তী দিনের নিজস্ব খরচ মেটাতে হয়।  এবং প্রতিনিয়ত তাঁরা অর্থ ব্যবস্থাপনায় উন্নতি করবে।  তবে আপনি যদি তাদের চাহিদা মাধ্যমে যেকোনো সময় টাকা দিতে থাকে তাহলে তারা কিছুই শিখবে না। এজন্য তাদের স্বাভাবিক যে খরচগুলো হতে পারে তা হিসেব করে সেই অনুযায়ী টাকা হাত খরচ দেওয়া উচিত। এবং টাকা দেওয়ার সময় কোন কারণ ছাড়া না দিয়ে কিছু কাজের বিনিময় টাকা দিলে তারা অর্থের মূল্য দিতে শিখবে। 

উদাহরণ হিসেবে, তারা যদি বাসার কিছু কাজ করে যেমন থালা-বাটি পরিষ্কার করা, গ্যারেজ ঝাড়ু দেওয়া, ঘরের মেঝে বা জানালা পরিষ্কার করা, এ কাজগুলো করলে কাজ অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে পারেন।  তখন তাদের দায়িত্ববোধ বাড়বে এবং বুঝতে পারবে – জীবনে কোন কিছুই ফ্রি না। 

আবার আপনার ছেলে-মেয়েরা যদি বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে, তখন তাদেরকে কিভাবে নিজের ছুটির দিনের ঘোরাফেরার খরচ এবং অন্যান্য কেনাকাটার খরচ করতে হবে তা শিখিয়ে দিবেন।  এতে করে তারা বাজেট এবং সঞ্চয় এর গুরুত্ব বুঝবে, এবং যখন তারা বড় হবে তাদের এই শিক্ষাগুলো কাজে লাগবে। 

অর্থনৈতিক সাক্ষরতা

অনেক শিক্ষিত লোক কেও দেখা যায় রিক্সাওয়ালার সাথে কয়েক টাকা ভাড়া নিয়ে রাস্তার মধ্যে কথা কাটাকাটি করতে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার সন্তানকে আপনি বয়সন্ধিকালে অর্থনৈতিক সাক্ষরতা সম্পর্কে অবহিত করবেন যাতে সে বড় হয়ে গেলে যেন আর্থিক দায়িত্ব গুলো ঠিকভাবে পালন করতে পারে। 

তাদেরকে ক্রেডিট কার্ড, ব্যক্তিগত ঋণ, বাড়ি-গাড়ির ঋণ, সুদের হার ইত্যাদি বিষয়ে সুবিধা অসুবিধা সম্পর্কে ধারণা দিয়ে রাখতে পারেন যাতে তারা বড় হলে এই ধরনের আর্থিক বিষয়ে ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারে। 

বিনিয়োগের শক্তি

বয়সন্ধিকালের ছেলেমেয়েদের যদি বিনিয়োগের ব্যাপারে উৎসাহিত করতে পারে তাহলে আপনি আপনার ছেলে-মেয়েদের জন্য শ্রেষ্ঠ কাজটি করেছেন। তাদের জন্য একটি ফিক্সড ডিপোজিট খুলে দিলে অথবা হাত খরচের থেকে অল্প কিছু টাকা মিউচুয়াল ফান্ডে জমা করার অভ্যেস করাতে পারলে ভবিষ্যতে তাদের বিনিয়োগের ব্যাপারে অনেক বেশি উৎসাহিত করবেন। 

অল্প করে বিনিয়োগ করলে তারা শিখবে যে সময়ের ব্যবধানে টাকা কিভাবে বাড়তে পারে।  যখন তারা বিনিয়োগের থেকে ফল পেতে থাকবে তখন তারা আরও বেশি টাকা বিনিয়োগের জন্য উৎসাহিত হবে এবং অতিরিক্ত বাজে খরচ থেকে দূরে থাকবে। 

ঋণ সম্পর্কে জ্ঞান

ছেলেমেয়েদের বেড়ে ওঠার সময় ঋণ সম্পর্কে ধারণা দেয়া গেলে তা সারা জীবন কাজে লাগবে।  বর্তমান দুনিয়ায় বেশিরভাগ মানুষ এই ঋণের উপর চলে।  এমনকি তারবন্ধু-বান্ধবের কাছ থেকে বিভিন্ন সময় ঋণ নেয়। 

আপনি যদি ছেলে মেয়েদের আগে থেকেই ঋণের সুবিধা ও অসুবিধা সম্পর্কে জানাতে পারেন তাহলে তারা ঋণ নেওয়ার আগে সতর্ক থাকবেন।  ছোট বেলায় বন্ধুর কাছ থেকে ঋণ নেয়া আর বড় হয়ে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেয়া সম্পূর্ণ আলাদা।  কিন্তু তারা যদি ছোটবেলায় বুঝতে পারে যে, বিনা প্রয়োজনে ঋণ নেয়া তাদের বর্তমান এবং ভবিষ্যৎ দুটোর জন্যই কোন ভাল ফলাফল দিবে না তাহলে ভবিষ্যতে ঋণ নেয়ার আগে প্রয়োজনীয় সঞ্চয় করতে শিখবে। 

আপনার ছেলে মেয়ে যদি বয়সন্ধিকালে নাও থাকে, তারপরও একজন পিতা বা মাতা হিসাবে আপনার এই পয়েন্ট গুলো মাথায় রাখা উচিত যাতে আপনার ছেলেমেয়েকে তাদের সফল ভবিষ্যতে আর্থিক ব্যবস্থাপনার জন্য  ছোটবেলা থেকেই গড়ে তুলতে পারেন। 

শেয়ার করুন
0

সংশ্লিষ্ট পোস্ট

September 18, 2025

ব্যক্তিগত ঋন ছাড়ের পর কি ঘটে? | What happens after personal loan is disbursed?


বিস্তারিত
September 6, 2025

বিয়ের আগে যে ছয়টি প্রশ্ন নিজেকে করবেন? Ask These 6 Questions Before You Get Hitched!


বিস্তারিত
September 3, 2025

আয়ের সাথে সামঞ্জস্য রেখে বাজেট করুন । Budgeting your EMI in your income


বিস্তারিত
August 12, 2025

আপনার স্বামী বা স্ত্রী কি আপনাকে আর্থিক ভাবে নিপীড়ন দেয়? Is Your Spouse Bullying You Financially


বিস্তারিত
November 16, 2023

আইএফআইসি আমার বন্ড । IFIC Amar Bond


বিস্তারিত
August 9, 2022

স্ব-কর্মসংস্থানশীল ব্যক্তির ব্যক্তিগত ঋন প্রাপ্তির যোগ্যতা । Personal Loan Eligibility For Self-Employed People


বিস্তারিত
August 9, 2022

আপনার বাজেট ঠিক করুন এবং প্রথমবারের মত নিজের মত করে বাচুন! । Living On Your Own For The First Time? Let’s Sort Out Your Budget!


বিস্তারিত
August 8, 2022

ব্যক্তিগত ঋনে খুব সাধারন কিছু ভুল । Common Personal Loan Mistakes


বিস্তারিত
August 7, 2022

কিভাবে এই অর্থনৈতিক মন্দায় একটা চাকুরী খুজবেন?How To Find A Job During Recession


বিস্তারিত

আমাদের কথা
আমরা টাকা সেন্টার কোনো প্রচলিত আর্থিক প্রতিষ্ঠান নই। আমরা বিশ্বাস করি যে প্রত্যেকেরই যেমন ব্যক্তিগতভাবে স্বাধীন তেমনি আর্থিকভাবেও স্বাধীনতা লাভ করা উচিত। প্রত্যকেরই আত্মবিশ্বাসের সাথে আর্থিক ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম হওয়া উচিত। আর এটি করার জন্য আমরা আমাদের জ্ঞান, মেধা, আবেগ এবং দক্ষতা দিয়ে এমন একটি শ্রেণী তৈরি করার প্রত্যয় নিয়েছি যেন তারা এটি সম্ভব করে।

  • হোম
  • ঋণ
  • ক্রেডিট কার্ড
  • সঞ্চয়
  • আর্থিক ব্যবস্থাপনা
  • আমাদের কথা

বাংলাতে ফিন্যান্সিয়াল আর্টিকেল নিয়ে আমরা আছি আপনাদের সাথে।

© 2021 Taka Center. All Rights Reserved.