Wonder Years Or The Blunder Years? Teens And Money Management
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এ কথা আমরা সবাই জানি। তাই এই আর্টিকেলে আমরা বলবো যে কিভাবে আপনার ছেলেমেয়েকে বয়সন্ধিকালে প্রস্তুত করলে তারা ভবিষ্যতে আর্থিক ভাবে সফল হবে এবং কিভাবে তারা টাকা পয়সা জনিত সম্ভাব্য সমস্যা থেকে দূরে থাকতে পারবে।
বয়সন্ধিকালের জীবনটা ছেলেমেয়েদের জন্য বেশ কঠিন। এ সময় ভালো কিছু শিখলে তারা সারাজীবন পালন করতে পারে। আবার অসৎ সঙ্গে জীবনের সর্বনাশ ডেকে আনতে পারে।
আপনার সন্তান যদি বয়সন্ধিকালে থাকে তখন সন্তানের পিতা-মাতার হিসেবে আপনি নিশ্চিত করতে পারেন যে আপনার সন্তান ভবিষ্যতে আর্থিক ব্যবস্থাপনায় পারদর্শী হবে নাকি অব্যবস্থাপনায় নিজের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলবে। এটা সত্যি যে বয়সন্ধিকালে ছেলেমেয়েরা সম্পূর্ণ চিন্তামুক্ত থাকে শুধুমাত্র পড়াশোনা ছাড়া তাদের জন্য তেমন কোনো কাজ থাকে না। কিন্তু আপনার ছেলেমেয়েকে লেখাপড়ার পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনার ব্যাপারে শেখালে, তাদের লেখাপড়ার কোন ক্ষতি হবে না।
তাহলে আর দেরি না করে বয়সন্ধিকালের ছেলেমেয়েদের জন্য আর্থিক ব্যবস্থাপনা বিষয়গুলো জেনে নেই:
হাত খরচ
হাত খরচ হচ্ছে আমাদের সমাজের কোনো কাজ না করেও মাস শেষে বেতন পাওয়ার মতো। আসলে কে চাইবে না যে কোন কাজ না করে, টিভি দেখে অলস সময় পার করে মাসে কিছু টাকা পাইতে?
এখন প্রশ্ন হচ্ছে যে আসলেই কি ছেলেমেয়েদের টাকার প্রয়োজন আছে? কোনকিছুনা করো টাকা পেলে কি তারা আর্থিক ব্যবস্থাপনার কিছু শিখবে?
আসলে শুরুতে, ছেলে মেয়েরা হাতে কিছু টাকা পেলে টাকার মূল্য সম্পর্কে বুঝবে, বুঝবে কিভাবে এই অল্প টাকা দিয়ে বাজেট করে তাদের পরবর্তী দিনের নিজস্ব খরচ মেটাতে হয়। এবং প্রতিনিয়ত তাঁরা অর্থ ব্যবস্থাপনায় উন্নতি করবে। তবে আপনি যদি তাদের চাহিদা মাধ্যমে যেকোনো সময় টাকা দিতে থাকে তাহলে তারা কিছুই শিখবে না। এজন্য তাদের স্বাভাবিক যে খরচগুলো হতে পারে তা হিসেব করে সেই অনুযায়ী টাকা হাত খরচ দেওয়া উচিত। এবং টাকা দেওয়ার সময় কোন কারণ ছাড়া না দিয়ে কিছু কাজের বিনিময় টাকা দিলে তারা অর্থের মূল্য দিতে শিখবে।
উদাহরণ হিসেবে, তারা যদি বাসার কিছু কাজ করে যেমন থালা-বাটি পরিষ্কার করা, গ্যারেজ ঝাড়ু দেওয়া, ঘরের মেঝে বা জানালা পরিষ্কার করা, এ কাজগুলো করলে কাজ অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে পারেন। তখন তাদের দায়িত্ববোধ বাড়বে এবং বুঝতে পারবে – জীবনে কোন কিছুই ফ্রি না।
আবার আপনার ছেলে-মেয়েরা যদি বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে, তখন তাদেরকে কিভাবে নিজের ছুটির দিনের ঘোরাফেরার খরচ এবং অন্যান্য কেনাকাটার খরচ করতে হবে তা শিখিয়ে দিবেন। এতে করে তারা বাজেট এবং সঞ্চয় এর গুরুত্ব বুঝবে, এবং যখন তারা বড় হবে তাদের এই শিক্ষাগুলো কাজে লাগবে।
অর্থনৈতিক সাক্ষরতা
অনেক শিক্ষিত লোক কেও দেখা যায় রিক্সাওয়ালার সাথে কয়েক টাকা ভাড়া নিয়ে রাস্তার মধ্যে কথা কাটাকাটি করতে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার সন্তানকে আপনি বয়সন্ধিকালে অর্থনৈতিক সাক্ষরতা সম্পর্কে অবহিত করবেন যাতে সে বড় হয়ে গেলে যেন আর্থিক দায়িত্ব গুলো ঠিকভাবে পালন করতে পারে।
তাদেরকে ক্রেডিট কার্ড, ব্যক্তিগত ঋণ, বাড়ি-গাড়ির ঋণ, সুদের হার ইত্যাদি বিষয়ে সুবিধা অসুবিধা সম্পর্কে ধারণা দিয়ে রাখতে পারেন যাতে তারা বড় হলে এই ধরনের আর্থিক বিষয়ে ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারে।
বিনিয়োগের শক্তি
বয়সন্ধিকালের ছেলেমেয়েদের যদি বিনিয়োগের ব্যাপারে উৎসাহিত করতে পারে তাহলে আপনি আপনার ছেলে-মেয়েদের জন্য শ্রেষ্ঠ কাজটি করেছেন। তাদের জন্য একটি ফিক্সড ডিপোজিট খুলে দিলে অথবা হাত খরচের থেকে অল্প কিছু টাকা মিউচুয়াল ফান্ডে জমা করার অভ্যেস করাতে পারলে ভবিষ্যতে তাদের বিনিয়োগের ব্যাপারে অনেক বেশি উৎসাহিত করবেন।
অল্প করে বিনিয়োগ করলে তারা শিখবে যে সময়ের ব্যবধানে টাকা কিভাবে বাড়তে পারে। যখন তারা বিনিয়োগের থেকে ফল পেতে থাকবে তখন তারা আরও বেশি টাকা বিনিয়োগের জন্য উৎসাহিত হবে এবং অতিরিক্ত বাজে খরচ থেকে দূরে থাকবে।
ঋণ সম্পর্কে জ্ঞান
ছেলেমেয়েদের বেড়ে ওঠার সময় ঋণ সম্পর্কে ধারণা দেয়া গেলে তা সারা জীবন কাজে লাগবে। বর্তমান দুনিয়ায় বেশিরভাগ মানুষ এই ঋণের উপর চলে। এমনকি তারবন্ধু-বান্ধবের কাছ থেকে বিভিন্ন সময় ঋণ নেয়।
আপনি যদি ছেলে মেয়েদের আগে থেকেই ঋণের সুবিধা ও অসুবিধা সম্পর্কে জানাতে পারেন তাহলে তারা ঋণ নেওয়ার আগে সতর্ক থাকবেন। ছোট বেলায় বন্ধুর কাছ থেকে ঋণ নেয়া আর বড় হয়ে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেয়া সম্পূর্ণ আলাদা। কিন্তু তারা যদি ছোটবেলায় বুঝতে পারে যে, বিনা প্রয়োজনে ঋণ নেয়া তাদের বর্তমান এবং ভবিষ্যৎ দুটোর জন্যই কোন ভাল ফলাফল দিবে না তাহলে ভবিষ্যতে ঋণ নেয়ার আগে প্রয়োজনীয় সঞ্চয় করতে শিখবে।
আপনার ছেলে মেয়ে যদি বয়সন্ধিকালে নাও থাকে, তারপরও একজন পিতা বা মাতা হিসাবে আপনার এই পয়েন্ট গুলো মাথায় রাখা উচিত যাতে আপনার ছেলেমেয়েকে তাদের সফল ভবিষ্যতে আর্থিক ব্যবস্থাপনার জন্য ছোটবেলা থেকেই গড়ে তুলতে পারেন।