ট্রাস্ট ব্যাংক (TBL) পার্সোনাল লোন
আমাদের অনেক চাহিদা আছে, অনেক অপ্রাপ্তি আছে। কিছু পূরন হয় আর কিছু অপুরনীয় রয়ে যায়। ট্রাস্ট ব্যাংক আপনাদের সেই অপ্রাপ্তি দূর করতে নিয়ে এসেছে ব্যক্তিগত ঋন সুবিধা।
উদ্দেশ্যঃ
যে কোনো বৈধ্য উদ্দেশ্যে ট্রাস্ট ব্যাংকের ঋনের সুবিধা গ্রহন করতে পারেন। বিশেষ করে,
- ঘর সংস্কার
- আসবাবপত্র
- ব্যক্তিগত কম্পিউটার / ইলেকট্রনিক্স ক্রয়
- ভ্রমণ খরচ
- বিয়ের খরচ
- চিকিৎসা
- সিএনজি রূপান্তর / যানবাহন মেরামত
- অন্য কোন জরুরী আর্থিক চাহিদা পূরণের জন্য
- ঋনের পরিমানঃ ৫০,০০০ টাকা – ২০ লক্ষ টাকা পর্যন্ত
- মেয়াদঃ ১ বছর – ৫ বছর
নূন্যতম ডাউন পেমেন্টঃ ৫০%।
যোগ্যতাঃ
গ্রাহক শ্রেনী বিন্যাশঃ
- বেতনভোগী নির্বাহী, ব্যবসায়ী, এবং স্ব -নিযুক্ত পেশাদার (বাড়িওয়ালা/ বাড়িওয়ালা, স্থপতি, প্রকৌশলী, পরামর্শদাতা ইত্যাদি)।
- বয়সঃ ন্যূনতম আবেদনের সময় ২৫ বছর এবং সর্বোচ্চ (ঋনের মেয়াদ শেষে) ৬৫ বছর বা অবসরের বয়স পর্যন্ত (যেটি কম)
অভিজ্ঞতাঃ
বেতনভোগী নির্বাহীঃ
১) বেতনভোগী (বেসরকারী) নির্বাহীদের জন্যঃ
- স্বনামধন্য সংস্থায় সর্বনিম্ন ২ বছরের নিরবচ্ছিন্ন পরিষেবা অভিজ্ঞতা এবং আবেদনের সময় অবশ্যই একজন স্থায়ী কর্মী হতে হবে।
- একই স্বনামধন্য প্রতিষ্ঠানের স্থায়ী কর্মচারী হিসেবে ন্যূনতম ০৬ মাসের পরিষেবা অভিজ্ঞতা এবং anণ আবেদনের তারিখে অবশ্যই একজন নিশ্চিত কর্মচারী হতে হবে।
২) সরকারী চাকুরীজীবীর ক্ষেত্রেঃ যোগদানের তারিখ থেকে ন্যূনতম এক বছর
ব্যবসায়ীদের জন্যঃ
একই প্রকৃতির ব্যবসায় ন্যূনতম ৩ বছরের প্রমাণিত ব্যবসায়িক অভিজ্ঞতার প্রমান।
ডাক্তার, প্রকৌশলী এবং অন্যান্য স্ব -নিযুক্ত পেশাজীবীঃ
একই ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের প্রমাণিত অভিজ্ঞতা
প্রয়োজনীয় কাগজপত্রঃ
প্রয়োজনীয় সাধারণ নথিঃ
- আবেদনকারী এবং গ্যারান্টারের সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- আবেদনকারী এবং গ্যারান্টারের এনআইডি/পাসপোর্টের অনুলিপি
- সর্বশেষ ইউটিলিটি বিলের কপি (গ্যাস/জল/বিদ্যুৎ/পৌর কর)
- খরচের উদ্দেশ্যে কেনা আইটেমের উদ্ধৃতি/ গ্রাহক ঘোষণা
- ব্যবসায়িক কার্ড/আবেদনকারী এবং গ্যারান্টারের অফিস আইডির কপি, যদি থাকে
- সর্বশেষ কর ক্লিয়ারেন্স সার্টিফিকেট/ই-টিআইএন এর কপি
- ব্যবসায়ীদের জন্য সর্বশেষ 12 মাসের ব্যাংক স্টেটমেন্ট (অন্যদের জন্য 06 মাস)
বেতনভোগী ব্যক্তি/স্ব -নিযুক্তদের জন্য অতিরিক্ত প্রয়োজন নথিঃ
- মূল বেতন সার্টিফিকেট/পরিচয়পত্র
- পে-স্লিপের কপি
- পরিষেবা অভিজ্ঞতা প্রমাণ করার জন্য পূর্ববর্তী নিয়োগকর্তার কাছ থেকে অফার লেটার/রিলিজ লেটার
- সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পেশাগত শংসাপত্র
ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত নথিঃ
- সর্বশেষ ট্রেড লাইসেন্সের কপি
- রেজিস্টার্ড পার্টনারশিপ ডিড এবং ফর্ম I (পার্টনারশিপ ফার্ম) এর কপি
বাড়িওয়ালার জন্য অতিরিক্ত নথি প্রয়োজনঃ
- সম্পত্তি শিরোনাম দলিল এবং সর্বশেষ মিউটেশনের কপি
- ভাড়াটেদের সাথে বৈধ ভাড়ার দলিলের কপি
- ইউটিলিটি বিলের কপি
- সর্বশেষ গ্রাউন্ড ভাড়ার রসিদ এবং পৌর করের রসিদগুলির অনুলিপি