মানুষ প্রায়শই বিভিন্ন কারণে আর্থিক সঙ্কটের মধ্যে পড়ে বা ক্ষতির সম্মুখীন হয় তখন কী করতে হবে বুঝতে পারে না। আর এখানেই ব্যক্তিগত ঋন সঙ্কট থেকে উদ্ধারে এগিয়ে আসে! যখন অর্থের প্রয়োজন হয় তখন ব্যক্তিগত ঋন সর্বাধিক জনপ্রিয় পছন্দগুলির মধ্যে একটি। এটি বিবাহ, ঘর সংস্কার, ব্যবসায়ের সম্প্রসারণ, চিকিত্সা, জরুরি অবস্থা, অন্য কোনো ঋন পরিশোধ করা বা অন্য যে কোন কিছুর জন্য হতে পারে। একটি ব্যক্তিগত ঋন ততক্ষণ পর্যন্ত আর্থিক সহাযতা প্রদান করে যতক্ষণ পর্যন্ত এটি বৈধ!
এখানে বিভিন্ন অবস্থায় ব্যক্তিগত ঋনের কিছু ব্যবহার দেয়া হল।
ক্রেডিট কার্ডে বিবাহ?
এটা অস্বীকার করার কোন উপায় নেই যে বিবাহ একটি ব্যক্তি ও পারিবারিক জীবনের বড় অংশ। তাই এই বিবাহ কে স্মরণীয় করে রাখতে অনেকে অনেক রকম আয়োজন করে থাকেন। আর এই আয়োজন এর সাথে জড়িয়ে থাকে বিশাল রকমের ব্যয়। এই ব্যয় মেটাতে অনেকেই তার সমস্ত সঞ্চয় ব্যবহারের কথা ভাবেন। কেউবা এফডি ভেঙে ফেলা অথবা বাড়ী বন্দক রাখার মতো সিদ্ধান্ত নিতেও পিছপা হোন না। তবে আদতেই এর কোনটাই সমর্থনযোগ্য নয়। কাজেই এধরনের চূড়ান্ত পদক্ষেপ গ্রহণের পূর্বে আপনি আপনার বন্ধু-বান্ধব অথবা আপনার নিকটস্থ ব্যাংকের সাথে পরামর্শ করতে পারেন। অথবা আপনি সরাসরি ব্যক্তিগত ঋণের জন্য আবেদন করতে পারেন। এই ঋণ অবশ্যই আপনার নতুন চলার পথ মসৃণ করবে। আর এভাবে একটি সুন্দর ও সুখী পরিবারের শুরুতে ব্যক্তিগত ঋণ আমাদের সাহায্য করে থাকে।
ঘর মেরামত
বাড়ির মেরামত কাজ বন্ধ কারণ আপনি কিছু তহবিলের জন্য অপেক্ষায় রয়েছেন? একটি ব্যক্তিগত ঋণ এমন একটি বিকল্প হিসেবে ধরা যায় যা কিনা আপনার আর্থিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত আপনাকে যাবতীয় সাহায্যে এগিয়ে আসে। আমাদের পারিবারিক জীবনে এমন কিছু কাজ থাকে যেগুলো অনির্দিষ্ট কালের জন্য কখনোই বন্ধ হওয়া উচিত নয়, সুতরাং একটি ব্যক্তিগত ঋণই পারে ঐসব কাজগুলোকে এগিয়ে নিতে। ঘর মেরামত এমন একটি কাজ যা ফেলে রাখাটা বাঞ্ছনীয় নয় কারণ এখানে বসবাস করে আপনার সবচেয়ে প্রিয় আপন জন।তাই ঘর মেরামত কাজে ব্যক্তিগত সদ্ব্যবহার করুন।
জরুরী চিকিৎসা সেবা
জরুরী চিকিৎসা কখনো ঘোষণা দিয়ে আসে না, তাই কখনো কখনো জরুরী চিকিৎসার জন্য অনেক বড় বিলের সম্মুখীন হতে হয় যদি না আপনার স্বাস্থ্য বীমা থাকে। কখনো কখনো আমাদের স্বাস্থ্যবীমা থাকলেও এটি সমস্ত খরচ বহন করে না। আর এই সব জায়গাতেই ব্যক্তিগত ঋণ আমাদের জরুরি অবস্থা উত্তরণের জন্য সাহায্যে এগিয়ে আসে।
শিক্ষা
উচ্চ শিক্ষা ব্যয়ের জন্য ব্যাংকগুলোতে সাধারণত শিক্ষা ঋণের ব্যবস্থা চালু আছে। কিন্তু দেখা যায় শিক্ষাঋণের যে পরিমাণ তাতে সমস্ত ব্যয় মেটানো সম্ভব হয়না। আর এই সব পরিস্থিতিতে আপনাকে সাহায্য করতে ব্যক্তিগত ঋণ একটা বড় বিকল্প হতে পারে যা আপনার অতিরিক্ত ব্যয় মেটাতে সাহায্য করবে। এই ব্যক্তিগত ঋণ আপনি আপনার কোর্স শেষ হওয়ার আগেই পরিশোধ করতে পারবেন বা পরিশোধ করার সুযোগ আছে যা শিক্ষা ঋণের ক্ষেত্রে সম্ভব হয় না। ঋণটি নেয়ার আগে আপনি পরিশোধের নীতিমালা যাচাই করুন এবং ব্যক্তিগত ঋণের ইএমআইগুলি সহজেই পরিচালনা করতে পারবেন কিনা তা নিশ্চিত হয়ে নিন।