ভোক্তার অবস্থাঃ
সরকারি, আধা-সরকার, স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বীমা কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, বহুজাতিক কোম্পানি, এনজিও, প্রাইভেট লিমিটেড কোম্পানির কর্মচারী, ব্যাংকের কাছে গ্রহণযোগ্য, অথবা উচ্চতর গ্রেডের কেউ যে অন্য কর্মচারীর গ্যারান্টি হিসেবে কাজ করবে এমন, বিশ্ববিদ্যালয়, কলেজ ও বিদ্যালয়ের শিক্ষকগন (অধিভুক্ত), পেশাদার ব্যক্তিরা যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং স্থপতি ইত্যাদি।
“মোট কথা যেসব গ্রাহকের নিয়মিত ঋন পরিশোধ করার মত যথেষ্ট আর্থিক সচ্ছলতা ও বৈধ আয়ের উৎস আছে তারাই ঋন আবেদনের যোগ্য।”
উদ্দেশ্যঃ
- আবাসিক বাড়ি/ভবন নির্মাণ এবং সংস্কার এবং ফ্ল্যাট/অ্যাপার্টমেন্ট এবং যে কোন বৈধ ক্রয়ের উদ্দেশ্যে প্রযোজ্য।
নাগরিকত্ব ও বয়স সীমাঃ
- জন্মসূত্রে বাংলাদেশী
- বয়স সর্বনিম্ন ২৫ থেকে সর্বোচ্চ ৫৫ বছর
- ঋণের মেয়াদকালে ৬০ বছর অতিক্রম করা যাবে না
নূন্যতম আয়ঃ
- আয় প্রতি মাসে কমপক্ষে ৪০,০০০/- টাকা হতে হবে। (প্রমাণ দ্বারা যুক্তিযুক্ত হতে হবে)
ঋণের পরিমাণঃ
- নূন্যতম ২ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা হতে হবে।
ঋণের মেয়াদ সর্বোচ্চঃ
সুদের হারঃ
- যথাসময়ে ব্যাংক কর্তৃক নির্ধারিত।
জামানত বা কো-ল্যাটেরালঃ
- ঋন ২০০% বাস্তব সম্পদ(বাস্তু ভিটা, ফ্লাট, গহনা) বা ১০০% আর্থিক সম্পদ দ্বারা সুরক্ষিত হবে।
- উপযুক্ত ক্ষেত্রে জামানত শর্ত শিথিল করা যেতে পারে।
- কোনো সম্পদের হাইপোথেকেশন / লিয়েন / নিবন্ধন / বন্ধক এসব ব্যাংকের কাছে গ্রহণযোগ্যতা নির্ভর করে সম্পদের ধরন অনুযায়ী
- আবেদনকারী এবং আবেদনকারীর পত্নীর ব্যক্তিগত গ্যারান্টি।
- তৃতীয় পক্ষ গ্যারান্টার প্রধান আবেদনকারীর চেয়ে সমান বা সম্ভ্রান্ত হতে হবে।